ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জমির অধিকার পেতে সতিনের বাড়িতে হামলা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জমির অধিকার পেতে বড় সতীন ফাতেমা বেওয়ার বাড়িতে সন্ত্রাসীদের দ্বারা হামলা চালিয়েছে ছোট সতীন সাজেরন। 

আজ শনিবার সকালে সদর উপজেলার ভাটিবাড়ী গ্রামে ১৫-২০ জনের ভাড়াটে সন্ত্রাসীরা লোহার রড, রাম দা ও দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালানো হয়। 

এসময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও বই খাতা বাহিরে ছুড়ে ফেলে দেয় সন্ত্রাসীরা। শুধু তাই নয়, ঘরের ভেতরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে ঘরে তালা দেয়। সন্ত্রাসীদের হামলার ভয়ে বাড়ির কেউ এমনকি প্রতিবেশী লোকজনও প্রতিবাদ করার সাহস পায়নি। 

মৃত আব্দুল আজিজের ছোট স্ত্রী সাজেরন বেওয়া এলাকায় শালিস না করে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। ছোট সতীন সাজেরন বেওয়া বর্তমানে বাবার বাড়ি পৌর এলাকার খোচাবাড়ীতে বসবাস করছেন।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বড় সতীন ফাতেমা বেওয়া। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন থানার ওসি মাহফুজ আলম।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি