ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিছুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ মুক্তিযোদ্ধা সম্পাদক আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন মো. শাহ আলমসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন। প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে পিপিপির (পাবলিক-প্রাইভেট-পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা এই হাসপাতালে ১০টি নির্বির পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) ও ১০টি হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) ও পাঁচটি  (পিসিসিইউ) ইউনিট রয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি