ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি  

প্রকাশিত : ১৭:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২০

দেশের সকল দোকানপাট, ব্যবসায়ী, সংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যানার বাংলা অক্ষরে লেখা এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে প্রগতিশীল নাগরিক সংহতি। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, কলামিস্ট জিয়াউদ্দিন, সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ। 

বক্তরা দ্রুত সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে প্রয়োজনীয় পদক্ষপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি