ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুন্দরবনে হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বনের শেলা নদীর পাশে বাদতলী খাল থেকে আসদুল জমাদ্দার (৩৫) নামে তাকে আটক করে বনবিভাগ। তার বাড়ী উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী এলাকায়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

তবে অভিযোগ আছে,এসময় আরও দুই শিকারিকে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে এক বনকর্তার দুই চাচাতো ভাই রয়েছে । তবে চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মো.কামরুল হাসানের ভাষ্য, তারা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 

তিনি বলেন, আমরা ভোরে খবর পেয়ে ওই খালে অভিযান চালিয়ে আসদুল জমাদ্দার (৩৫) নামে হরিণ শিকারীকে আটক করি। এসময় তার কাছ থেকে হরিণের মাংস, ফাঁদ ও একটি নৌকাও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি