ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ফেরদৌস আলী মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৭, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল আ্যন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেরদৌস আলী খান মডেল স্কুল আ্যন্ড কলেজের আয়োজনে শনিবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ অব.উইং কমান্ডার এসএমএম শহীদুজ্জামান পিএসসি এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমানসহ অনেকে। 

এসময় বক্তারা পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার ও বিদ্যালয়ের শিক্ষকদের ভালোভাবে শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেন। এর পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি