ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন আহমদ শফী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২০

হেফাজতে ইসলামের আমির আহমদ শফী নারায়ণগঞ্জে ইসলামী মহাসম্মেলনের মঞ্চ ভেঙ্গে নিচে পড়ে গেছেন। এ সময় মঞ্চে তার সঙ্গে ছিলেন জুনায়েদ বাবুনগরী। তিনিও নিচে পড়ে যান।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাঁচটার দিকে কেন্দ্রীয় ঈদগাহে এ ঘটনা ঘটে। পরে ভাঙা মঞ্চেই তারা আবার আলোচনা শুরু করেন। সেখানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্য নেতারা।

ঘটনাস্থলে ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন। তিনি বলেন, মঞ্চ ভেঙে গেলেও কেউ গুরুতর আহত হননি।

প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, আহমদ শফী বিকাল চারটার আগে মঞ্চে ওঠেন। এ সময় আসরের নামাজের বিরতি দিলে বাহিরের ঈদগাহ মাঠে জায়গা না হওয়ায় অনেকে মঞ্চে উঠে নামাজ আদায় করে। কিন্তু পরবর্তীতে কেউ আর মঞ্চ থেকে নামেন নাই।

ফলে কিছুক্ষণ পরই অতিরিক্ত ভারে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীসহ অন্যরা পড়ে যান। পরবর্তীতে আহমদ শফির বক্তব্যের মাধ্যমেই মাহফিলের কার্যক্রম শেষ হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি