ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ২ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের কোরপ আলী মোল্লার স্ত্রী জমেলা খাতুন (৬০) এবং উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে এবং চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় সাহা (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার সকালে সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় রাস্তা পার হবার সময় বৃদ্ধা জমেলা খাতুনকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে, রোববার ভোরে উল্লাপাড়া পৌর এলাকার মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে হৃদয় সাহা পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি