ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার রানিশংকৈলে সড়ক দুর্ঘটনায় আয়েশ আলী (৫৭) নামের একজন নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার বাংলাগড় ঘনশ্যামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত আয়েশ আলী ওই উপজেলার ভাংবাড়ি মোড়লহাট গ্রামের সাম মোহাম্মদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীগন জানান, সকাল সাড়ে ১১টার দিকে আয়েশ আলী বাইসাইকেলে উপজেলার নেকমরদ হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

রানীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি