ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৬, ২ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র, সুবর্ণ নাগরিক কার্ড ও স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষাথীদের হাতে জেলা প্রশাসক মো. জোহর আলী এসব সামগ্রী তুলে দেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, এনডিসি আহমেদ হাসান ও সূর্যলোক ফাউন্ডেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিমু। 

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন,‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১১৪ শিক্ষাথীর মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র, সুবর্ণ নাগরিক কার্ড ও স্কুল পোষাক বিতরণ করা হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি