চট্টগ্রামের মাঝিরঘাটের বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ১০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২০
নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তির আগুন। তবে পুড়ে ছাই হয়েছে বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর।
জানা যায়, আজ সোমবার ভোরে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার ওই রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তিটির অধিকাংশ কাঁচা বসতঘরই পুড়ে গেছে। পথে বসেছে খেটে খাওয়া মানুষগুলো।
মাঝিরঘাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, ‘ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানাতে পারেননি।’
তিনি বলেন, ‘ওই বস্তির পাশে বেশ কিছু গোডাউন ছিল। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় সবগুলো গোডাউন অক্ষত রয়েছে।’
এআই/
আরও পড়ুন