ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২০

দেশের অন্যান্য জায়গায় শীত কমতে শুরু করলেও প্রকৃতির যথা নিয়মে জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্রীমঙ্গলের তাপমাত্রা নিচে নেমে আসে। 

চলতি মৌসুমেও এর ব্যত্যয় ঘটেনি। আজ সোমবার মৌলভীবাজার জেলার তাপমাত্রা নেমে এসেছে ৬.৬ ডিগ্রিতে। যা দেশের সর্বনিম্ন বলে জানান শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক আনিসুর রহমান। 

অপর আবহাওয়া পর্যবেক্ষক মাসুম আহমেদ জানান, ‘প্রকৃতির নিয়মে প্রতিবছর সবচেয়ে আগে দেশে শীত শুরু হয় শ্রীমঙ্গলে এবং শেষও হয় বিলম্বে। তার মতে, নভেম্বর মাসে শুরু হয়ে পরবর্তী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকে এর ব্যাপ্তি। সে অনুযায়ী এবছরও এই সময়ে শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ম পর্যায়ে নেমে এসেছে।’

তিনি জানান, ‘সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলের চা গবেষণা কেন্দ্র এলাকায়। একইসঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস। ফলে, কর্মমুখী মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে স্থীরতা। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি