ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে দেশিয় অস্ত্রসহ চারজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৪টি দেশিয় তৈরি ওয়ান শুটারগান ও কার্তুজসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার মধ্যরাতে উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শহিদুল ইসলাম (৫০), আসাদুল (৩২), দুলাল সরকার (২৬) ও জাকির হোসেন (৩৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের  (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদেরকে ৪টি দেশিয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করে ডিবি অফিসে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি