ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষে সফলতা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভের মুখ দেখতে শুরু করেছেন কুড়িগ্রামের চাষিরা। জেলা প্রশাসন, কৃষি বিভাগসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ফুলচাষে আগ্রহী করে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে। 

এতে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলাসহ রাজারহাট, ফুলবাড়ী ও নাগেশ্বরীতে ফুল চাষ করা হচ্ছে। এখানে রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, ক্যাবেজ, গোলাপ, গাঁদা ও প্রজাপতিসহ নানা জাতের ফুল চাষ হচ্ছে।  

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ফুল চাষি আলমগীর হোসেন বলেন, ‘বিভিন্ন জাতের ফুল চাষ করে লাভবান হচ্ছি। এলাকায় ফুল কেনার চাহিদা বাড়ছে। ফলে অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন।’

রাজারহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী জানান, ‘জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাণিজ্যিকভিত্তিতে ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করছে। অনেকে লাভবান হওয়ায় অন্যান্যরাও এ পেশায় ঝুঁকছেন। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি