ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান

আয়োজক ইউপি মেম্বরকে অপসারণ ও আটকের নির্দেশ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজক ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে ইতোমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে দোষী চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।’

এদিকে সরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায়ে দিয়ে গান বাজনা ও নৃত্য পরিবেশনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আজ সকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। 

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার উদ্বেগ জানিয়ে বলেন, ‘স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানিনা। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস সাংবাদিকদের জানান, ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে পায়ে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমানের একক সিদ্ধান্তেই করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ 

প্রসঙ্গত, গতকাল রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বার ও স্কুল কমিটির সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের শহীদ মিনারে জুতা পায়ে গান বাজনা ও নৃত্য পরিবেশন করার ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই ইউপি মেম্বর বলেছিলেন, ‘অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন’। 

তবে শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানের নির্দেশে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী তাৎক্ষণিকভাবে রোববার রাত সাড়ে ১১টায় অনুষ্ঠান বন্ধ করে দেন। এদিকে এ ঘটনায় এলাকাবাসী ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি