ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২০

কুড়িগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার ৯টি উপজেলায় ৫৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৫৭৮ জন। এর মধ্যে বাংলা-১ম পত্রে পরীক্ষায় ২৬ হাজার ৭১০জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৬ হাজার ৪৬৮জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ২৪২ জন। 

এছাড়াও বাংলা-১ম পত্রে ফুলবাড়ীর উপজেলায় একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজার ৫৭৮জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি-৩৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা-২২হাজার ৭৯১জন, এসএসসি ভোকেশনাল-১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ৮৫৯ জন এবং দাখিল পরীক্ষায়-১১টি কেন্দ্রে পরীক্ষা দেবে ৫হাজার ৯২৮ জন পরীক্ষার্থী।
 
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম প্রথম দিনের পরীক্ষায় ২৪২জন পরীক্ষার্থী অনুপস্থিত ও একজন শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি