ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা.

প্রকাশিত : ১৮:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার নবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীদের। সোমবার বেলা ১১টায় ঢাকা-বান্দুরা সড়কের উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ কর্মসূচী পালন করেন।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের নতৃত্বে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা একটি পরিবহন বাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু তাদের শহীদ মিনারে সরিয়ে নেন। সেখানে তারা মানববন্ধন করে। এরপর উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা কলেজে ফিরে যায়।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি