ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধে সভা 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার রোধ এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের প্রতি জনসচেতনতা সৃষ্টির লক্ষে রোববার বিকেলে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার কমিটির আয়োজনে গ্রামবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। 

প্রধান অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, জঙ্গি দমন, নারী-শিশু পাচার প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। মাদক ও চোরাচালানের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা, কাগজপুকুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লা হোসেন, ব্যবসায়ীসহ গ্রামবাসী। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি