ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে ৭৩০ পিচ ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২০

কুড়িগ্রামে ৭৩০পিচ ইয়াবাসহ বিশ^নাথ বর্মন (২৪) ও রিয়াজুল ইসলাম (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

রংপুর র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর বাজারে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের চর বড়াইবাড়ী এলাকার মৃত.আজগার আলীর পূত্র রিয়াজুল ইসলাম এবং ফুলবাড়ী উপজেলা সদরের বিদ্যাবাগিস এলাকার অনন্ত চন্দ্র বর্মনের পূত্র বিশ্বনাথ চন্দ্র বর্মনকে ৭৩০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং তাদেরকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি