ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে তুলার গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ এলাকায় ‘সাজ বেডিং অ্যান্ড পর্দা গ্যালারি’র তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ গোডাউনের মালিক ও কর্মচারীরা জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। টিনের ঘর ও তুলা পুড়ে গেছে। 

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ আহাদুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের তিনটি ইউনিট একযোগে কাজ করেছে। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি