ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১, ৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার ও ওয়ান শুটার গান এবং চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, ‘মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ জাদিমোড়া রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।’ 

তিনি জানান, গোলাগুলির এক পর্যায়ে রোহিঙ্গা ডাকাতরা স্থানীয় পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত রোহিঙ্গা ডাকাত ইলিয়াছকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন দাবি করে তিনি আরও জানান, ‘এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। নিহত রোহিঙ্গা ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি