ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দোহারে তিন মাদকসেবীর কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার দোহারে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। 

দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার লটাখোলা গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে মহিউদ্দিন মহিন (৩৬), মালিকান্দা গ্রামের মনির শিকদারের ছেলে নাঈম শিকদার (১৯) ও ঝনকি গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে সৈকত মোল্লা (১৯)। 

দোহার থানার এসআই মো. জুয়েল হোসেন জানান, ‘মঙ্গলবার মাদকসেবনের অভিযোগে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমান আদালতে নেয়া হলে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি