ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বাস উল্টে নিহত ২

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়াবুড়িতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তানোর উপজেলার চিন্না গ্রামের জলুস মন্ডলের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫) ও নাচোল উপজেলার টগরইল গ্রামের সলিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৫)।

তানোর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, রাজশাহীতে কয়েকজন যাত্রী নিয়ে বাসটি তানোর উপজেলার মুন্ডুমালা যাচ্ছিল। বুড়াবুড়ি তলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে গিয়ে দুইজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি