ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলকুচিতে ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোহাম্মাদ নাজির এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাপ্রাপ্ত আসামী হলো শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর গ্রামের ভারুয়ামারী গ্রামের ইস্টিবেন মরিখ (৪০)।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ইস্টিবেন মরিখ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকায় নৈশ প্রহরীর চাকুরী করত। এই অবস্থায় ২০০৬ সালের ৪ মে রাত আনুমানিক আট টার দিকে ওই গ্রামের এক তাঁত ব্যবসায়ীর ৮ম শ্রেনিতে পড়া মেয়েকে জোরপূর্বক অপহরণ করে শেরপুরে তার নিজবাড়ীতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। 

এঘটনার পর মেয়েটির বাবা থানায় মামলা করে। পরে ২৫ জুন পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। দীর্ঘ শুনানী শেষে আদালত এই রায় প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছে।  

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি