ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নাটোরে শতবর্ষী ১০ শিক্ষা প্রতিষ্ঠান

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২০

নাটোর জেলার সাত উপজেলার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতবর্ষী প্রতিষ্ঠান রয়েছে ১০টি। এর মধ্যে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় ১৬৯ বছর আগে ১৮৫২ খ্রীস্টাব্দে স্থাপিত। এছাড়া লালপুর উপজেলার চক নাজিরপুর হাইস্কুল চলতি বছর একশ বছর অতিক্রম করল।

জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ২১১টি ,মাধ্যমিক স্কুল ৩১১টি, উচ্চমাধ্যমিক কলেজ ২২টি, ডিগ্রি কলেজ ৪১টি, কারিগরি প্রতিষ্ঠান ৫৮টি এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাখিল ৭৭টি, আলিম ১৬টি, ফাজিল ২০ ও কামিল ১টি রয়েছে। 
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টি স্কুল স্থাপনের শতবর্ষ পেরিয়ে গেছে। আগামী দুই এক বছরের মধ্যে অন্তত ২০টি স্কুল শতবছরে পা রাখবে।
নিচে শতবর্ষী স্কুলের তালিকা দেয়া হলো,
সদর উপজেলা 
১। দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় ১৬৯ বছর আগে ১৮৫২ খ্রীস্টাব্দে স্থাপিত।
২। মহারাজা জেএন স্কুল এন্ড কলেজ ১৩৭ বছর আগে ১৮৪৮ খ্রীস্টাব্দে স্থাপিত।
৩। নাটোর সরকারী উচ্চ বালক বিদ্যালয় ১১০ বছর আগে ১৯১০ সালে স্থাপিত।
নলডাঙ্গা উপজেলা
১। খাজুরিয়া হাই স্কুল ১৪৬ বছর আগে ১৮৭৪ খ্রীস্টাব্দে স্থাপিত।
লালপুর উপজেলা
১। লালপুর শ্রসুন্দরী পাইলট স্কুল এন্ড কলেজ ১৫৩ বছর আগে ১৮৬৮ খ্রিষ্টাব্দে স্থাপিত।
২। নাজিরপুর হাইস্কুল চলতি বছর ১০০ বছর পেরিয়েছে। স্কুলটি ১৯২০ সালে স্থাপিত  
সিংড়া উপজেলা
১। চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ১০৫ বছর আগে ১৯১৩ সালে স্থাপিত।
গুরুদাসপুর উপজেলা
১। গুরুদাসপুর স্কুল এন্ড কলেজ ১০৩ বছর আগে ১৯১৭ সালে স্থাপিত।
বড়াইগ্রাম উপজেলা
১। জোয়াড়ি উচ্চ বিদ্যালয় ১৪৯ বছর আগে ১৮৭২ খ্রিস্টাব্দে স্থাপিত। 
২। খাকসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০১ বছর আগে ১৯১৯ সালে স্থাপিত।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি