ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে মাইক্রো চাপায় দুই স্কুলছাত্র নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৩:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোদাগাড়ী-আমনূরা সড়কের সাধুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাতাহারি গ্রামের হামিদুর রহমানের ছেলে সোহাগ আলী (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন আলী (১১)। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় ওই মাইক্রোবাসটি না থেমে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।

ওসি জানান, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাসটিকে শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি