ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যানজটমুক্ত কুমিল্লা শহরের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লায় যানজটমুক্ত শহরের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা অ্যাডভোকেসী টিম এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় টাউন হলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জনসাধারণের কাছ থেকে গণস্বাক্ষর নেয়া হয়। এতে বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসী টিমের জুনিয়র ফেলো সৈয়দ রাজিব আহমেদ, জাহিদুল হাসান পলাশ, সারোয়ার জাহান দোলন, মনোয়ারা সাকি, সেলিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি-বেসরকারী বিভিন্ন সেবা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়হীনতার কারণে সরকারের উন্নয়ন সঠিকভাবে জনগণ পাচ্ছে না। এতে জনদুর্ভোগের পাশাপাশি জনঅসন্তোষও বাড়ছে। নাগরিকদের জীবন মান উন্নত করতে যানজটমুক্ত শহর গড়তে এখনই পদক্ষেপ নিতে হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি