ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২০

‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, এই স্লোগানে কুমিল্লায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর ছোটরায় জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ।

র‌্যালিতে বিভিন্ন বেসরকারী গ্রন্থাগারের সদস্যবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে জেলা গ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি