ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। তার নাম তানজিম আহম্মেদ (৪০)। মঙ্গলবার ফেব্রুয়ারি রাতে ঢাকা দারস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জীবননগর থানা পুলিশ। আটককৃত তানজিম আহম্মেদ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ জানায়, তানজিম আহম্মেদ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি