ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলে ইসরাক (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের পেছনে এ ঘটনা ঘটে। 

নিহত ইসরাক টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থী ছিলো।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বিকেলের কোনো এক সময় শহরের কেন্দ্রস্থল পৌর উদ্যানের পেছনে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে ইসরাককে কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি