বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
প্রকাশিত : ২৩:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২০
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণেরবারসহ (এক কেজি ১৬৬ গ্রাম) জিহাদ হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আটক জিহাদ হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত ফকিরের ছেলে।বুধবার দুপুরে শার্শা উপজেলার কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবি‘র একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ জিহাদ হোসেনকে আটক করে। আটক স্বর্ণের যার বাজার মূল্য ৬৯ লাখ ৯৬ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণসহ জিহাদ হোসেন নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরকে//
আরও পড়ুন