ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় মাদকদ্রব্যসহ ৪ ব্যক্তি গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ৬ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, ৪০পিচ ইয়াবা ট্যাবলেট ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। 

মঙ্গলবার রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ বোয়ালিয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে চামড়া মনিরের স্ত্রী মোছা. শাহানাজ পারভিন চিন্তা (৩৫) ও মাদরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছা. রওশনারা (৪০) এবং ১০ বোতল ফেনসিডিল ও ১০০গ্রাম গাঁজাসহ কাঁকডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল গফফারের পুত্র মোমিন হোসেন (৩৪) ও যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের শামসুর রহমানের পুত্র শামীম শেখ (৩৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারদের বুধবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি