ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

পুড়ে যাওয়া দোকানের একাংশ। ছবি: একুশে টেলিভিশন

পুড়ে যাওয়া দোকানের একাংশ। ছবি: একুশে টেলিভিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ব্রহ্মগাছা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় আড়াইঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, আজ ভোররাতে ব্রহ্মগাছা বাজারের রুবেলের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেললেও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।                        

আগুনে পুড়ে রুবেল ও আনন্দ সাহার পাইকারি মুদি দোকান, রনজিত কুমারের ওষুধের দোকান, মোবাইল ফোনের দোকান, ফ্যান, ফ্রিজ, ইলেকট্রনিক সামগ্রীর দোকানসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা দাবি করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি