ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ 

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

তুচ্ছ ঘটনাকে নিয়ে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আজ দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা হলেও বিকালে  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেসময় সবুজসহ ৪ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যায়।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি