ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহী নগর আওয়ামী লীগের সম্মেলন ১ মার্চ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পাকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পহেলা মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে সবাই একমত হয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরুর মাস মার্চে পুরো রাজশাহী সাজবে মুজিববর্ষের সাজে। একইসাথে আড়ম্বরভাবে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, রাজশাহীর যে সন্তান ১০ বছর বিদেশে থেকে রাজশাহীতে ফিরে এসেছে, সে এসে দেখছে পুরো রাজশাহী বদলে গেছে। বাংলাদেশে এখন কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। দেশের সর্বক্ষেত্রে সব এলাকার উন্নয়ন ঘটেছে। যাদুকরী পরিবর্তন যাদুর কারণে হয়নি, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে শিল্পউন্নতে দেশে পরিণত করছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। দলের দুর্দিনে নেতা ভোল পাল্টিয়েছে, কিন্তু কর্মীরা পাল্টাইনি, কর্মীরা ঐক্যবদ্ধ থেকেছে। তিনি আরও বলেন, কেউ যত বড় দায়িত্ব পান, তাকে তত বিনয়ী হতে হয়। দায়িত্বে থাকলে বিনয়ী হতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ বর্তমানে একটা শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। এটিকে আমরা ধরে রাখতে চাই। আগামী সম্মেলনের মাধ্যমে দল আরো শক্তিশালী হবে। সম্মেলনের পর আমরা সেটি আরও ভালোভাবে জানান দিবো।

বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য নরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বর্ধিত সভায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম এহ্সানুজ্জামান স্বপন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, শাহাদত হোসনে, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসনে, নাইমুল হুদা রানা, সাংগঠিনক সম্পাদক আজিজুল আলম বেন্টু। 

এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি মিরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতু সভায় উপস্থিত ছিলেন।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি