ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরে হাকিমপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে হিলির হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কহিদুল ইসলাম উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। পুলিশ জানায়, নিহত কহিদুলের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলায় রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। 

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি আবদুর রাজ্জাক আকন্দ জানান, রাত ২টার দিকে হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গায় ডাকাতি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় অপর ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি