ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরে পিস্তল-গুলিসহ ২ গারো যুবক গ্রেপ্তার 

শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত : ১০:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২০

শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি রামদা সহ ২ গারো যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো-ওই এলাকার গজনী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অনুকুল সাংমার ছেলে কুইন মারাক (৩০) ও প্রবীণ মারাকের ছেলে নিকি সাংমা (৩২)। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও ঝিনাইগাতী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে দুই গারো যুবককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাসি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি