ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কালীগঞ্জে খ্রীস্টান ধর্মের যাজক সাধু আন্তনীর তীর্থোৎসব 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরের কালীগঞ্জে পানজোরা ধর্ম পল্লীতে খ্রীস্ট সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব চিরকালীন যাজক সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত হয়েছে। কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর পালকীয় পরিষদ এই তীর্থোৎসবের আয়োজন করে।

সকালে পানজোরা ধর্ম পল্লীতে সাধু আন্তনীর স্মরণ উপলক্ষে দুই পর্বে অনুষ্ঠিত এই তীর্থ উৎসবে দেশ বিদেশের বিপুল সংখ্যক যিশু ভক্তরা প্রার্থনায় মিলিত হন। পানজোরা ধর্ম পল্লীর অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। 

উপমহাদেশের অন্যতম প্রধান খ্রীস্ট ধর্ম প্রচারক সাধু আন্তনীর স্মরণ উৎসবে প্রশস্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধু আন্তনীর প্রতি আরতি প্রদান করেন তার ভক্তরা। পরে আর্চ বিশপ ও যাজকরা বাইবেল পাঠ ও খ্রীস্ট ভক্তদের মাঝে খ্রীস্টিয় প্রসাদ বিতরণ করেন। ১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরায় সাধু আন্তনীর স্মরণে এই তীর্থোৎসব পালিত হয়ে আসছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি