ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার্থে সোনালী ব্যাংকের অনুদান

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২০

অনুদান হস্তান্তর করা হচ্ছে- একুশে টেলিভিশন

অনুদান হস্তান্তর করা হচ্ছে- একুশে টেলিভিশন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অসুস্থ্য ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিনের চিকিৎসার জন্য ৪ লাখ টাকার অনুদান দিয়েছে সোনালী ব্যাংক। গতকাল শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান সস্ত্রীক উপজেলার রসুলগঞ্জ গ্রামে উপস্থিত হয়ে তার হাতে অনুদানের চেক তুলে দেন। 

এসময় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থভাবে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিনের চিকিৎসা হচ্ছিল না। তার চিকিৎসার জন্য আরও অনুদান দেওয়ার কথা জানান আতাউর রহমান প্রধান। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি