ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে চার শত বোতল ফেন্সিডিলসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০

আটক দুই মাদক কারবারি- একুশে টেলিভিশন

আটক দুই মাদক কারবারি- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ শত বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তের সেতুর ট্রোলপ্লাজা থেকে মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুরের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন।
  
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে মাদক ব্যবসায়ীর একটি চক্র ঢাকার উদ্যোশে যাচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আশুগঞ্জ ট্রোলপ্লাজায় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারের ভিতরে তল্লাশি করে গাড়ির ব্যাকডালা (গাড়ির পিছনে মালামালের জন্য রক্ষিত স্থান) থেকে চটের বস্তায় মোড়ানো ৪ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি