ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুজিব বর্ষ: রাজবাড়ীতে ল্যাপটপ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আয়োজকরা- একুশে টেলিভিশন

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আয়োজকরা- একুশে টেলিভিশন

রাজবাড়ীতে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য (রাজবাড়ী-১) কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর ও ঘোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন ফাতেমা চৈতি, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারী কমকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি