ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক 

বেনাপাল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ৮ ফেব্রুয়ারি ২০২০

বিজিবি সদস্যদের সঙ্গে স্বর্ণসহ আটককৃত দু’জন। ছবি: একুশে টেলিভিশন

বিজিবি সদস্যদের সঙ্গে স্বর্ণসহ আটককৃত দু’জন। ছবি: একুশে টেলিভিশন

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০ পিচ (ওজন সাড়ে ৩ কেজি) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল মোড় থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আজিজুল ধোপার ছেলে ওমর ফারুক রনি (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বড়আঁচড়া টার্মিনাল মোড় থেকে ৩০ পিচ স্বর্ণের বারসহ তাদের দুইজনকে আটক করে। আটককৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি