ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কালিয়াকৈরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করে রাখেন মানববন্ধনকারীরা। ছবি: একুশে টেলিভিশন

ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করে রাখেন মানববন্ধনকারীরা। ছবি: একুশে টেলিভিশন

ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা । এ সময় কয়েকটি ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ করে রাখেন তারা।

এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা টাঙ্গাইল কমিউটার, একতা, ধুমকেতু, সিল্কসিটি, সুন্দরবন এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে যাত্রাবিরতি করুক, তাই তাদের দাবি।

মানববন্ধনে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান মিয়া, এডভোকেট বেলায়েত হোসেন বাবুসহ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন । 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি