ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝালকাঠি সদর থানার নবনির্মিত গেইট উদ্বোধন 

ঝালকাঠি  প্রতিনিধি

প্রকাশিত : ২২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠি সদর থানার নবনির্মিত গেইট ও সেন্টিপোস্ট উদ্বোধন এবং টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার ফিতা কেটে ঝালকাঠি সদর থানার নবনির্মিত গেইট ও সেন্টিপোস্ট উদ্বোধন করেন। 

এসময় আমির হোসেন আমু দোয়া মোনাজাতে অংশ নেন। পুলিশের পক্ষ তাকে থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে আওয়ামী লীগের  বর্ষিয়ান নেতা ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় তাকে সমিতির কার্যালয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ ও প্রবীন সাংবাদিকহেমায়েত উদ্দিন হিমুসহ সদস্যবৃন্দ। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি