ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সেমিনার 

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটে মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মো. শাহ-ই-আলম বাচ্চু। এসময় আরও বক্তব্য দেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ।

মোরেলগঞ্জ উপজেলায় বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি