ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২০

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। তানজীল (২০) নামে প্রতিবেশী বখাটের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

রোববার দুপুরে নির্যাতিত স্কুলছাত্রীর বাবা শরীফুল ভুক্ত জানান, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজিল (২০) দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এই অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন কথা বলবে এমন কথা বলে তার মেয়েকে ফোন করে তাকে নিজ বাড়িতে ডেকে নেয় তানজিল। এরপর মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। দুপুরের দিকে মেয়েটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় বাড়ীতে ফিরে আসে।এসময় আহত অবস্থায় মেয়েকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী ভর্তি হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। তবে পরিবারের কেউ এখনো অভিযোগ নিয়ে থানায় আসেনি। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি