ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২১:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

ঘটনার চারদিন পর নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ দুই ধর্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে। 

বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। গ্রেফতারকৃতরা হল, উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও ধর্ষণের সহায়তাকারী রকির স্ত্রী ফারজানা বেগম।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, গত ৫ ফেরুয়ারী দুপুরে ওই গৃহবধূকে তার বান্ধবীর খালা শাশুড়ীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রূপগঞ্জের মাসুমাবাদ এলাকার একটি নির্জন ঘরে নিয়ে আটকে রেখে সংঘবদ্ধভাবে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন ধর্ষণ করে।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী বলেন, এ ঘটনায় তিনজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি