ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

কালিয়ায় অসদুপায় অবলম্বনে ৯ বহিষ্কার

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২১:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২০

অসদুপায় অবলম্বনের দায়ে নড়াইলের কালিয়া উপজেলার দু’টি কেন্দ্রে নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসএসসি ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে কালিয়া পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছয় এবং কালিয়া পিয়ারী শংকর বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা দেবু বিশ্বাস, করিম মোল্যা, রবিন পাল, রিতম বিশ্বাস, রোকমান শেখ, অজিত, মিনহাজুল ইসলাম, জুম্মান শেখ ও ইসমাইল খান। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয়জনকে বহিষ্কার করা হয়েছে। 

কয়েকজন শিক্ষাবিদ বলেন, ইংরেজি ভীতির কারণে ভালোভাবে প্রস্তুতি না নেয়ায় দু'টি কেন্দ্রে একই দিনে নয় পরীক্ষার্থী  বহিষ্কারের ঘটনাটি উদ্বেগজনক।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি