ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২০

কাব স্কাউটস ইউনিট লিডারদের পাঁচদিন ব্যাপী এক বেসিক প্রশিক্ষণ কোর্সের ঠাকুরগায়ে শুরু হয়েছে। রোববার আর কে স্টেট বিদ্যালয়ের হল রুমে ১৫৮ তম এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।  

বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক অংশ নিচ্ছেন।   

প্রশিক্ষণে ইউনিট লিডার হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের কাব স্কাউটিং এর বিভিন্ন বিষয়ে হাতে কলমে শেখানো হবে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি