ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

প্রকাশিত : ২৩:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় মতিউর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রায়হান (২৮) নামে ওই মোটরসাইকেলের অপর এক  আরোহী। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রানীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত মতিউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওলিউর রহমানের ছেলে । আহত রায়হানের বাড়ী ওই গ্রামে।    

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গী হতে নেকমরদে যাওয়ার সময় একটি পিকআপ অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক মতিউর রহমান ।

এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা রায়হান গুরুতর আহত হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রায়হান উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। রায়হান বর্তমানে রংপুর হাসাপতালে চিকিৎসাধীন। 

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি