ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ঠিকাদারের শাস্তির দাবিতে প্রকৌশলীদের মানববন্ধন

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৯:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে সাহেববাজার জিরোপয়েন্টে কর্মকর্তা-কর্মচারিদের ব্যানারে এ মনববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রকৌশলীকে লাঞ্ছিতকারি ঠিকাদার আসলাম খারের শাস্তির দাবি জানানো হয়। 

গত ৬ ফেব্রুয়ারি বিকেলে প্রকৌশলী ফরিদুল বিএমডিএর প্রধান কার্যালয়ের ফটকের সামনে কয়েকজন সহকর্মীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় ঠিকাদার আসলাম খান তাকে পাশে ডেকে নিয়ে কোনোকিছু না বলেই অতর্কিতভাবে চড়-থাপ্পড় মারে। পরে তাকে পিস্তুল দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ফরিদুল ইসলাম থানায় মামলা করেন।

জানা গেছে, ২০১২ সালে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বিল্ডিংয়ের সাড়ে ৫ ফুট ওয়ালের কাজ জোরপূর্বক ৮ ফুট করিয়ে নিয়ে নেয় ওই প্রকৌশলী। এ জন্য হিসাবের চেয়ে এক টন রড বেশি লাগে। এতে ওই কাজে চিঠিদারের ২ লাখ টাকা লোকসান হয়। এ ক্ষোভ থেকে ওই ঠিকাদার প্রকৌশলীকে চড়-থাপ্পড় মারে বলে জানা গেছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি